বাংলাদেশের হ্যাকার গ্রুপ গুলার পরিচিতি & তাদের কার্যক্রম

12 comments

বাংলাদেশের হ্যাকিং গ্রুপ গুলোর শুরুটা হয়েছিল Bangladesh Cyber Army ( BCA ) থেকে। এর পর 3xp1r3BCA ভেঙে Bangladesh Black Hat Hackers ( BBHH ) । নতুন গ্রুপ হিসেবে আসলো Bangladesh Grey Hat Hackers ( BGHH ) । এর মধ্যে হয়েছে আরও অনেক গ্রুপ ( যেমন ANON BANGLADESH ) ইত্যাদি । কিছুদিন আগে দেখা গেলো আরও একটি নতুন গ্রুপ TEAM BD SEVEN । গ্রুপ বানানোর যেন ধুম লেগেছে । গ্রুপ বাড়ছে , হচ্ছে নতুন নতুন সদস্যও । কিন্তু আসল যে উদ্দেশ্য ভাল হ্যাকার হওয়া সেটি কি আসলে হচ্ছে ?

এই গ্রুপ গুলো যারা পরিচালনা করছেন অর্থাৎ গ্রুপ এডমিন তাদেরই হ্যাকিং দক্ষতা কততুকু ?
Read more ►

BBM এর দেশ ও বৌ প্রেম

5 comments
  • আপনারা অনেকেই মেইল করে বলেছেন আমরা BBM আর BBHH কে নিয়ে সব সময় কেন লিখি ?
  • এর কারণ এই BBM হল বাংলাদেশের হ্যাকিং গ্রুপের নং ১ লেমার । আর ওর ব্যাপারে যতেষ্ট যুক্তি প্রমাণ আমাদের কাছে আছে ।
আসুন এইবার এই লেমার ও তার বৌ কে নিয়ে একটু কুতকুত খেলি:
  • প্রথমে তার বৌ ( Ishart Alam - Spark Angel ) নিজেকে বিরাট হ্যাকার হিসাবে প্রমাণ করে তার গ্রুপে  । আর সেই গ্রুপের কিছু অবুঝ মেম্বার না বুঝে তার গুনো গান করে ।আজকে দেখবো ‍ও কিভাবে হ্যাক করে ।
Read more ►

BBM লেমার এর ইতিকথা ( ছেলে না হিজড়া )

3 comments
  • এই পোষ্টটি মূলত করেন  Sahariar Rahman বাংলাদেশ সাইবার আর্মি তে ।সময়ের প্রয়োজনে আমরা এই পোষ্ট টিকে আরো অর্থবহ করে আপনাদের সামনে উপস্থাপন করলাম ।
 সেন এখন শুরু করি : পোষ্টটি তিনি সাইবার যুদ্ধের সময় লিখেন । তখন ভোর ৫টা বাজতে চলেছে তাও তিনি লিখছেন তার একসময়ের বন্ধু ব্ল্যাক বার্ন মুনলিটকে নিয়ে । আজ থেকে ৩ মাস আগের কথা। তিনি আর ব্ল্যাক বার্ন মুনলিট একসাথে কাজ করতো বিসিএ তে। তাদের চলছিল ভালই। একদিন দেখলো বিসিএ তে এক সুন্দরী একটা মাইয়া জয়েন করেছে । তার প্রোফাইল এর বিবরন মতে তিনি  বন্ধু ব্ল্যাক বার্ন মুনলিট এর সপ্ন কন্যা । সেও বেশ ভালই আই.আই.এস জানে । ( মেয়ে হিসেবে যথেষ্ট ) তখন থেকেই ব্ল্যাক জেন আধারে হারাইয়ে গেল । 
  • আশা করি উপরের লেখা গুলো পরে কিছু বুঝতে পেরেছেন ! এই বার আমরা শুরু করবো ।
কিছুদিন পর একটা প্রোফাইল থেকে কয়েকটা ছবি শেয়ার করা হয় । কিছু ভালুবাসার ছবি । আসুন দেখি ছবি গুলো পরে আলোচনার আসতেছি ।
Read more ►

:: BBHH Leaks - Movie behind the Screen ::

2 comments
বাংলাদেশের সাইবার ওর্য়ার এর নেতৃত্য দান কারী গ্রুপ হিসাবে BBHH ( BANGLADESH BLACK HAT HACKERS ) এর জনপ্রিয়তা বর্তমানে অনেক। প্রতিদিন BANGLADESH BLACK HAT HACKERS  গ্রুপে সাধারণ মানুষ অনেক কমেন্ট করছে , অনেকে পোষ্ট করছে ।সবাই তারা BBHH কে ভালবেসে করে কিন্তু এই গ্রুপের প্রতি বর্তমানে বেশ কয়েকটা প্রশ্ন থেকে যায় ।
নিচে তার কয়েকটা প্রশ্ন দিলাম - কারণ আরো আলোচনা বাকি :
  • এই প্রশ্নগুলো মেম্বারদের পক্ষ থেকে করা হল :
১। BBHH এর বাকি ৩ জন এডমিন কেন গ্রুপ leave করল কেন ?
২। BBHH এর মোডরা কেন গ্রুপ leave দিল কেন ?
৩। ৩ জন এডমিন এবং ৪ জন মোড গ্রুপ leave দিলেও টা Officially সকল মেম্বারদের কেন জানান হল না কেন ?
৪। BBHH এর ফ্যানপেজ কি সত্যি হ্যাক হয়ে ছিল নাকি সব কার সাজানো নাটক ??
৫। ISHRAT ALAM কে ?? এডমিন হওয়ার কি যোগ্যতা তার আসছে ?? Chain of command এর ৬ নাম্বার এ থাকা সত্ত্বেও তাকে কেন মেইন গ্রুপ এর এডমিন করা হল ? নাকি কারো GF হলেই এডমিন হওয়া যায় ??
৬। BBHH গ্রুপে অনেক পুরনো মেম্বার থাকা সত্ত্বেও Tom Chrishtoper Phaxton কে কেন Chain of command এর প্রথমে রাখা হল ?? Chain of command এর প্রথমে থাকার কি যোগ্যতা তার আসে ??
৭। BBHH ফ্যানপেজে রনি কে (ORION HUNTER) এডমিন পাওয়ার না দিয়ে Tom Chrishtoper Phaxton কে দেয়া হল কেন ?? ভাই বলেই কি এতো পাওয়ার দাওয়া ??

৮। BBHH তাহলে কি একটা ফামিলি গ্রুপ ??

  • এই বার  BBHH এর পুরাতন কয়েকজন মডুরেটরদের পক্ষ থেকে কয়েকটা প্রশ্ন :
১। সব জরুরি সময় BBHH কে কেন পাওয়া যায় না ? তেমনি BCA যেদিন ভোর ৫টায় BBM কে নিয়ে ডকুমেন্ট করলো সেদিন সারাদিনেই  BBM কে খুজেঁ পাওয়া যায় নি । BD XTOR , LUGE RACER অনেক বার এডমিন গ্রুপে Mention করার পরোও তিনি আসেন নাই কেন ?
২ । BBHH ফ্যান পেইজ ফিরে পাওয়ার পরেও কেন ফ্যান পেইজ না পাওয়ার কথা নোটিস করা হল ?
৩। এই Ishrat alam ( Spark Angel ) কে ? CYBER WAR এর সময় আমরা সাইট ডিফেইস করলেও এই নামে কোন সাইট ডিফেইস করে নাই কিন্তু এখন ঐনি এক্কে বারে হ্যাকার মাস্টার হয়ে যাচ্ছে কিভাবে ?
৪। CYBER WAR এর সময় BBHH এর হয়ে সবচেয়ে বড় সাইড হ্যাক করে BACK BONE  ভারত মহারাষ্ট্র পুলিশের সাইড, কিন্তু ‍তিনি গ্রুপ লিভ দিলে অফিসিয়াল কাওকে জানানো হল না কেন ?
৫।ORION HUNTER , BBHH এর সবচেয়ে বেশি ডিফেইস দিয়েছে কিন্তু তাকে কেন ফ্যান পেইজের এডমিন দেওয়া হল না ?

Read more ►
 

Copyright © Bangladesh Cyber Intelligence Design by Bangladesh Cyber Intelligence Team | Do Not Copyright [ License ] | Powered by Blogger